মোর্শেদুল ইসলাম শাজু
আজ প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লার হোমনায় গত বছরের তুলনায় এ বছর পাশের হার এইচএসসিতে কমেছে বেড়েছে আলিমে।
এইচএসসিতে পাশের হার ৫৭ দশমিক ৮০ ভাগ যা গত বছরের তুলনায় কমেছে ১৭ দশমিক ২০ ভাগ
অপরদিকে আলিমে পাশ করেছে ৮৪ দশমিক ৯০ ভাগ; যা গত বছরের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ৯০ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালে
এইচএসসি পরীক্ষায় ৯০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫২২ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়; পাশের হার শতকরা ৫৭ দশমিক ৮০ ভাগ।
জিপিএ-৫ পেয়েছে ৬ জন;
আলিম পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়; পাশের হার ৮৪ দশমিক ৯০ ভাগ।
প্রতিষ্ঠানগুলির মধ্যে হোমনা ডিগ্রি কলেজ থেকে ৫২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে
পাশ করেছে ৩০১জন; পাশের হার ৫৭ দশমিক ১১ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ২ জন,
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ থেকে ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে
পাশ করেছে ১২৪ জন, জিপিএ ৫ পেয়েছে ২ জন;পাশের হার ৫৬ দশমিক ৩৬ভাগ,
রেহানা মজিদ মহিলা কলেজ থেকে ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে
পাশ করেছে ৯৭ জন; পাশের হার ৬২ দশমিক ১৭ ভাগ, জিপিএ ৫পেয়েছে ২ জন।
চান্দেরচর আলিম মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৪ জন, পাশের হার ৮০ দশমিক ৮৮ ভাগ এবং
রঘুনাথপুর দারুস সুন্নাহ নেছারিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২১ জন: পাশের হার ৮০ দশমিক ৭৬ভাগ ।
উল্লেখ্য, গত বছর হোমনা উপজেলায় এইচএসসিতে পাশের হার ছিল ৭৫ ভাগ, জিপিএ-৫ ছিল ৩ জন, আলিমে পাশের হার ছিল ৬৯ ভাগ ।