অন্তর্জাতিক ডেস্ক:
জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জন-এ পৌঁছেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিবিসি।
পুলিশ জানায়, এক ব্যক্তি ওই স্টুডিওতে প্রবেশ করে তরল জাতীয় কিছু ছিটিয়ে দেয়ার পর আগুন ধরে যায়। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনে আরও অনেকে আহত হয়েছেন।
জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে।
স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ওই স্টুডিও ভেঙে সেখানে প্রবেশ করে চারদিকে অজ্ঞাত কিছু তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়।
পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।