অন্তর্জাতিক ডেস্ক:
জরিমানা দিয়ে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়ান সরকার। ৭শ’ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা দিয়ে সেখানে অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। চলতি বছরের আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই জরিমানার অর্থ প্রদান করে দেশে ফিরতে পারবে সেখানে অবস্থানরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীরা।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন এক বিবৃতিতে জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৬ লাখ বাংলাদেশি বৈধভাবে কাজ করছেন। এর বিপরীতে অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে অন্তত ৩ লাখ। এদের অনেকেই বর্তমানে দেশটির বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। আর বাকিরা এতদিন ধরে গ্রেফতার আতঙ্কে ছিলেন।
তবে দেশটির সরকারের এমন পদক্ষেপে অভিবাসীদের মনে গ্রেফতার আতঙ্ক কমবে এবং তারা অচিরেই নিজ নিজ দেশে ফিরবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মালয়েশিয়া ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করতে ও জরিমানার বিনিময়ে নিজ দেশে ফিরতে দেশজুড়ে অন্তত ৮০টি কাউন্টার খুলতে যাচ্ছে দেশটির প্রশাসন।