অন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৪ পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। এছাড়া এই দুই হামলায় ২৪ জন আহত হয়েছে। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার কোটলা সাইদান চেকপোস্টে পুলিশের ওপর অতর্কিতে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে ঘটনাস্থলে ২ পুলিশ সদস্য নিহত হয়।
দেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ বলেন, প্রথম হামলার পর আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ফের আত্মঘাতী হামলা চালানো হয়।
দ্বিতীয় হামলায় ৩ জন বেসামরিক লোক ও আরও ২ পুলিশ সদস্য নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক নারী হাসপাতালে আত্মঘাতী হামলা চালিয়েছে এবং ধারণা করা হচ্ছে এ হামলা পূর্বপরিকল্পিত। এ হামলার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।