অন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার পশ্চিম নেপালের গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আরও অন্তত ৩ জন। বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ সেই কাজে যোগ দেয়। ধসের তলায় আরও অনেকে চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে।