অন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানের অংশগ্রহণ জরুরি এবং অবশ্যই দেশটিকে অংশীদার হিসেবে গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রুশ মন্ত্রী বলেন, ‘বহুসংখ্যক দেশ মনে করে সামরিক উপায়ে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে না; ফলে সংলাপে ইরানের অংশগ্রহণ ফলপ্রসূ একটি উপায় হতে পারে। আমেরিকার বহু কর্মকর্তা সামরিক সংঘাতের মধ্যদিয়ে সমস্যার সমাধান করতে চান কিন্তু তারা আমেরিকাতেই গরম মাথার লোক বলে পরিচিত।’
সের্গেই ল্যাভরভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের কোনো উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই কিন্তু অনেক মার্কিন কর্মকর্তা তা চান; বিষয়টি খুবই বিপজ্জনক।’