বিনোদন:
আবার মা হতে চলেছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা হয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অ্যানই এই খুশির খবর তার বন্ধু-বান্ধব, কাছের মানুষ এবং অনুরাগীদের জানান। বার্তার সঙ্গে অ্যান একটি সেলফিও দেন। ক্যাপশনে লিখেন, ‘এই ছবিটি কোনো সিনেমার দৃশ্য নয়।’
২০১২ সালে অভিনেতা অ্যাডাম শুলমানকে বিয়ে করেন অ্যান হ্যাথওয়ে। ২০১৬ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জোনাথন রোজব্যাঙ্কস। ছেলের জন্মের পর পরিচালক-প্রযোজকদের কাছ থেকে নাকি তার ওপর চাপ এসেছিল শরীরের মাপ ঠিক রাখার জন্য।
জিন্স পরা একটি ছবি পোস্ট করে ৩৬ বছর বয়সী অভিনেত্রী জানান, ‘সন্তানসম্ভবা হওয়ার সময় শরীরের ওজন বাড়া কোনো লজ্জার ব্যাপার নয়। যদি ওজন ঝরাতে সময় লাগে তাতেও লজ্জা পাওয়ার কিছু নেই। শরীর বদলায়, শরীর বাড়ে, শরীর কমে। পুরো ব্যাপারটার সঙ্গেই ভালোবাসা জড়িয়ে থাকে।’