খেলাধূলা:
শ্রীলঙ্কায় রবিবার সিরিজ হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধনী বাংলাদেশ দল। তবে, এদিনই সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিং প্লেয়ার্স উইমেন টিম জিতেছে ২-১ ব্যবধানে।
এদিন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্লেয়ার্স উইমেন টিমের দেয়া ১৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত থাকেন ওপেনার শারমিন আক্তার।
এছাড়া অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত থাকেন ৪৮ রান করে। ৩১ রান করে আউট হন মুর্শিদা খাতুন। ওয়ানডে সিরিজ শেষে এবার স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের আনঅফিসিয়ার টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।