অন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানায়। খবর ভয়েস অব আমেরিকা’র।
তিনি আরও জানান, ২ সপ্তাহে আগে ওই গ্রামের লোকজন বোকো হারামের ১১ জন জঙ্গিকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে ধারনা করছেন তিনি।
হামলার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মোটরসাইকেল এবং ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলা চালায়।
এছাড়া হামলাকারীরা ওই গ্রামের বেশ কিছু বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয় বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে তিনি দেশটির নৌবাহিনী এবং সেনাবাহিনীকে এই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।