অন্তর্জাতিক:
ব্রাজিলে কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের পাঁচ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় দুপুরের দিকে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেরে রাজ্যের আলতামিরা কারাগারের একটি অংশে গিয়ে এই হামলা চালায় অন্য পক্ষের গ্যাং সদস্যরা।
সংবাদ সম্মেলন করে কারা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৬ জনকে ছিন্নভিন্ন করা হয়েছে। এছাড়া কারাগারের কিছু অংশে আগুন দেওয়া হয়েছে। এতে ধুয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অনেকে।
দাঙ্গা চলাকালে কারাগারের দুজন কর্মকর্তাকে জিম্মি করা হয়। তাদেরকে মুক্ত করা হয়েছে।
এর আগে গত মে মাসে অ্যামাজনস রাজ্যের মানাউস কারাগারে দাঙ্গায় ৪০ জন নিহত হয়েছিলেন।