মো. আবু রায়হান চৌধুরী, হোমনায় (কুমিল্লা):
কুমিল্লার হোমনায় নব-যোগদানকৃত সহকারী পুলিশ সুপার হোমনা-মেঘনা সার্কেল মো. ফজলুল করিমের সাথে হোমনা উপজেলা প্রেসক্লাব ও হোমনা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ হোমনায় কর্মরত সকল সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হোমনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, বর্তমান সভাপতি মো. ইব্রাহিম খলিল,সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি মো. আবু রায়হান চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মুকবল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম,প্রচার সম্পাদক এসএম মাইনুল হাসান মিশুক, সদস্য রুস্তম আলী, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কাশেম,অর্থ-সম্পাদক মো. আইয়ুব আলী, ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান,প্রচার সম্পাদক কবি দেলোয়ার, সদস্য আনোয়ার হোসেন ও জুয়েল রানা প্রমুখসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়কালে সহকারী পুলিশ সুপার হোমনা উপজেলার বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় সম্পর্কে সাংবাদিকদের মতামত মনোযোগ সহকারে শুনেন এবং উপজেলার উন্নয়ন ও মানুষের জান মালের প্রশ্নে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এসময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ধষর্ণ ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধমুক্তকরণে কঠোর ও জোরালো প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সহকারী পুলিশ সুপারকে আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং পারস্পরিক সহযোগিতার বহাল থাকার ব্যাপারে আশা প্রকাশ করেন।