শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে একটি জনসচেতনতা মূলক র্যালি শ্রীকাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় ইউপি সচিব, ইউপি সদস্য-সদস্যা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সর্বস্তরের জনগণকে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করতে আমরা সবাই মিলে কাজ করব। ডেঙ্গুসহ জটিল এবং কঠিন রোগ মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। সকলে মিলে সচেতন হলেই নানামুখী ভাইরাস থেকে নিজেরা মুক্ত থাকার পাশাপাশি সমাজসহ দেশ ও জাতিকে মুক্ত রাখতে পারব।
তিনি আরো বলেন, ডেঙ্গু আমাদের দেশে ক্রমেই মহামারী আকার ধারণ করছে, সরকার ডেঙ্গুর মহামারী থেকে দেশবাসীকে রক্ষা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলার সকল জলাশয় এবং খাল বিলকে পরিচ্ছন্ন রাখতে হবে। যে কোনো মূল্যে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করতে হবে।