খেলাধূলা:
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সুতরাং, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের পঞ্চম ওভারে অভিশকা ফার্নান্দোকে এলডিব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। ১৪ বলে ৬ রান করেন ফার্নান্দো।
এরপর কুশল পেরেরা ও দিমুথ করুণারত্নের ব্যাটে স্বাচ্ছন্দ্যে খেলছিল লঙ্কানরা। তবে, পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেয় বাংলাদেশ। ইনিংসের ২১তম ওভারে তাইজুল ইসলামের বলে মুশফিকের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান করুণারত্নে। তার সংগ্রহ ৪৬ রান। করুণারত্নে ও কুশল পেরেরা ৮৩ রানের জুটি গড়েন। ২১তম ওভারে কুশল পেরেরাও মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি করেন ৪২ রান।
কুশল পেরেরা আউট হওয়ার পর ১০১ রানের জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। ৪২তম ওভারে সৌম্যর বলে সাব্বিরের হাতে ধরা পড়েন মেন্ডিস। মেন্ডিস ফেরার পর দাসুন শানাক নেমে ঝড় তোলেন। ১৪ বলে ৩০ রান করে শফিউলের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৪৯তম ওভারে শিহান জয়াসুরিয়াকে প্যাভিলিয়নের পথ ধরান শফিউল। শেষ ওভারে সৌম্যর বলে মুশফিকের হাতে ক্যাচ হন ম্যাথুজ। অবশ্য প্রথমে আম্পায়ার আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ৫০তম ওভারের প্রথম বলে ম্যাথুজ ও দ্বিতীয় বলে আকিলা ধনঞ্জয়াকে বিদায় করেন সৌম্য।
বাংলাদেশ আজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে। অনুশীলনের সময় ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে, একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ইনিংস: ২৯৪/৮ (৫০ ওভার)
(ফার্নান্দো ৬, করুণারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, কুশল মেন্ডিস ৫৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৭, দাসুন শানাকা ৩০, শিহান জয়াসুরিয়া ১৩, ওয়ানিদু হাসারাঙ্গা ১২*, আকিলা ধনঞ্জয়া ০, কাসুন রাজিথা ০*; শফিউল ৩/৬৮, রুবেল ১/৫৫, তাইজুল ১/৩৪, মিরাজ ০/৫৯, সৌম্য ৩/৫৬, মাহমুদউল্লাহ ০/২২)।