ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২৯৫

Bangladeshi cricketer Mushfiqur Rahim plays a shot during the second one day international (ODI) cricket match of a three-match ODI series between Sri Lanka and Bangladesh at R. Premadasa Stadium in Colombo on July 28, 2019. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

খেলাধূলা:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সুতরাং, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

বুধবার কলম্বোর আর. প্রেমাসাদা স্টেডিয়ামে স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। ম্যাথুজ করেন ৮৭ রান। ৫৪ রান করেন মেন্ডিস। ৪৬ রান করেন দিমুথ করুণারত্নে। ৪২ রান করেন কুশল পেরেরা। ১৪ বলে ৩০ রান করেন দাসুন শানাকা। বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৩টি, তাইজুল ইসলাম ১টি, রুবেল হোসেন ১টি ও সৌম্য সরকার ৩টি করে উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের পঞ্চম ওভারে অভিশকা ফার্নান্দোকে এলডিব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। ১৪ বলে ৬ রান করেন ফার্নান্দো।

এরপর কুশল পেরেরা ও দিমুথ করুণারত্নের ব্যাটে স্বাচ্ছন্দ্যে খেলছিল লঙ্কানরা। তবে, পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেয় বাংলাদেশ। ইনিংসের ২১তম ওভারে তাইজুল ইসলামের বলে মুশফিকের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান করুণারত্নে। তার সংগ্রহ ৪৬ রান। করুণারত্নে ও কুশল পেরেরা ৮৩ রানের জুটি গড়েন। ২১তম ওভারে কুশল পেরেরাও মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি করেন ৪২ রান।

কুশল পেরেরা আউট হওয়ার পর ১০১ রানের জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। ৪২তম ওভারে সৌম্যর বলে সাব্বিরের হাতে ধরা পড়েন মেন্ডিস। মেন্ডিস ফেরার পর দাসুন শানাক নেমে ঝড় তোলেন। ১৪ বলে ৩০ রান করে শফিউলের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৪৯তম ওভারে শিহান জয়াসুরিয়াকে প্যাভিলিয়নের পথ ধরান শফিউল। শেষ ওভারে সৌম্যর বলে মুশফিকের হাতে ক্যাচ হন ম্যাথুজ। অবশ্য প্রথমে আম্পায়ার আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ৫০তম ওভারের প্রথম বলে ম্যাথুজ ও দ্বিতীয় বলে আকিলা ধনঞ্জয়াকে বিদায় করেন সৌম্য।

বাংলাদেশ আজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে। অনুশীলনের সময় ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে, একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ২৯৪/৮ (৫০ ওভার)

(ফার্নান্দো ৬, করুণারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, কুশল মেন্ডিস ৫৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৭, দাসুন শানাকা ৩০, শিহান জয়াসুরিয়া ১৩, ওয়ানিদু হাসারাঙ্গা ১২*, আকিলা ধনঞ্জয়া ০, কাসুন রাজিথা ০*; শফিউল ৩/৬৮, রুবেল ১/৫৫, তাইজুল ১/৩৪, মিরাজ ০/৫৯, সৌম্য ৩/৫৬, মাহমুদউল্লাহ ০/২২)।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২৯৫

আপডেট সময় ০২:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
খেলাধূলা:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সুতরাং, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

বুধবার কলম্বোর আর. প্রেমাসাদা স্টেডিয়ামে স্বাগতিকদের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। ম্যাথুজ করেন ৮৭ রান। ৫৪ রান করেন মেন্ডিস। ৪৬ রান করেন দিমুথ করুণারত্নে। ৪২ রান করেন কুশল পেরেরা। ১৪ বলে ৩০ রান করেন দাসুন শানাকা। বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৩টি, তাইজুল ইসলাম ১টি, রুবেল হোসেন ১টি ও সৌম্য সরকার ৩টি করে উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের পঞ্চম ওভারে অভিশকা ফার্নান্দোকে এলডিব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। ১৪ বলে ৬ রান করেন ফার্নান্দো।

এরপর কুশল পেরেরা ও দিমুথ করুণারত্নের ব্যাটে স্বাচ্ছন্দ্যে খেলছিল লঙ্কানরা। তবে, পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেয় বাংলাদেশ। ইনিংসের ২১তম ওভারে তাইজুল ইসলামের বলে মুশফিকের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান করুণারত্নে। তার সংগ্রহ ৪৬ রান। করুণারত্নে ও কুশল পেরেরা ৮৩ রানের জুটি গড়েন। ২১তম ওভারে কুশল পেরেরাও মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তিনি করেন ৪২ রান।

কুশল পেরেরা আউট হওয়ার পর ১০১ রানের জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। ৪২তম ওভারে সৌম্যর বলে সাব্বিরের হাতে ধরা পড়েন মেন্ডিস। মেন্ডিস ফেরার পর দাসুন শানাক নেমে ঝড় তোলেন। ১৪ বলে ৩০ রান করে শফিউলের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৪৯তম ওভারে শিহান জয়াসুরিয়াকে প্যাভিলিয়নের পথ ধরান শফিউল। শেষ ওভারে সৌম্যর বলে মুশফিকের হাতে ক্যাচ হন ম্যাথুজ। অবশ্য প্রথমে আম্পায়ার আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ৫০তম ওভারের প্রথম বলে ম্যাথুজ ও দ্বিতীয় বলে আকিলা ধনঞ্জয়াকে বিদায় করেন সৌম্য।

বাংলাদেশ আজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে। অনুশীলনের সময় ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে, একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ২৯৪/৮ (৫০ ওভার)

(ফার্নান্দো ৬, করুণারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, কুশল মেন্ডিস ৫৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৭, দাসুন শানাকা ৩০, শিহান জয়াসুরিয়া ১৩, ওয়ানিদু হাসারাঙ্গা ১২*, আকিলা ধনঞ্জয়া ০, কাসুন রাজিথা ০*; শফিউল ৩/৬৮, রুবেল ১/৫৫, তাইজুল ১/৩৪, মিরাজ ০/৫৯, সৌম্য ৩/৫৬, মাহমুদউল্লাহ ০/২২)।