খেলাধূলা:
দ্বাদশ বিশ্বকাপ থেকে রান খরায় ভুগতে থাকা বন্ধু তামিম ইকবালকে বিশ্রামের পরামর্শ দিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।
বিশ্বকাপের মাত্র ১টি হাফ-সেঞ্চুরি করা তামিম গতকাল শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজে তিন ইনিংসে করেছেন মাত্র ২১ রান। নিজের পারফরমেন্সে হতাশ তামিম নিজেও। তবে ফর্ম ফিরে পেতে চেষ্টার ত্রুটি করছেন না তামিম। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তামিমের।
তাই ব্যর্থতাকে ভুলে নতুনভাবে শুরু করার জন্য তামিমকে পরামর্শ দিলেন সাকিব। তিনি বললেন, ‘তামিমের উচিত বিশ্রাম নেয়া এবং ভালোভাবে ফিরে আসা।’
তামিমের অফ-ফর্ম নিয়ে সাকিব বলেন, ‘দেখুন একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে। এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, খুব ভালো একটা বিশ্রাম নেয়া। নিজেকে রিকভার করা ও ফ্রেশ হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত তামিম এটাই করবে।’
এসময় নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ আছে। আশা করছি, ফিট থাকলে খেলবো।’