মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
শোকাবহ আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা দিলেন- এমপি সেলিমা আহমাদ।
কুমিল্লার হোমনা ও তিতাস দুই উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর উদ্দেশ্য তিনি বলেন, পুরো মাস জুড়ে সকল রাজনৈতিক কর্মীদের জন্য কালো ব্যাজ থাকবে,মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মাহফিল আয়োজন, প্রতি শুক্রবারে সকল মসজিদে বাদ জুম্মাহ বিশেষ দোয়া মাহফিল, মাসব্যাপি প্রতিটি ইউনিয়নে কোরান খতম, স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন, রক্তদান কর্মসূচি,প্রতি ইউনিয়নে শোক সভা, ১৫ আগস্ট প্রতি ইউনিয়নে কাঙ্গালি ভোজ সহ আগামী ৩১ আগস্ট মাসব্যাপী নানা কার্যক্রম পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে এমপি সেলিমা আহমাদ মেরী’র রাজনৈতিক কার্যালয়ে শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি নির্ধারণের জন্য আয়োজিত যৌথ আলোচনা সভা শেষে কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিম আহমাদ (মেরী) এসব কর্মসূচির ঘোষণা দেন।
এ যৌথ আলোচনা সভার কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: আহসানুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আ’লীগের সদস্য খন্দকার মাহবুবর রহমান, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ ইউনিয়ন আ’লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।