ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিন মিলিয়ন ইউরো হাতছাড়া নেইমারের

খেলাধূলা ডেস্ক:

টানা দুই বছরের মত এবারও ফিফা বর্ষসেরা ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন না নেইমার। যার ফলে হাতছাড়া করলেন ৩ মিলিয়ন ইউরো। বর্ষসেরা ১০ জন খেলোয়াড়ের তালিকায় থাকতে পারলে চুক্তি অনুসারে পিএসজি থেকে পেতেন ৩ মিলিয়ন ইউরো বোনাস।

বার্সেলোনায় খেলা অবস্থায় ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় জায়গা পেলেও প্যারিসে পাড়ি জমানোর পর থেকে ভাগ্য তার উপর অল্পই সদয় হয়েছে। ইনজুরির ভয়ংকর থাবা তাকে বারবার ছিটকে দিয়েছে মূল দল থেকে। তা না হলে হয়তো সমীকরণে নেইমারের বিচরণ পরিলক্ষিত হত। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে মাত্র ৩৩টি ম্যাচ খেলতে পেরেছেন এই তারকা খেলোয়াড়।

 

গত মৌসুমে পিএসজির হয়ে নিজে ১৫ গোলসহ করিয়েছেন আরো ৮টি গোল। কিন্তু লিগ ওয়ান ছাড়া জিততে পারেরনি অন্য কোনো শিরোপা। মৌসুমের শেষে মেটাটারসালের চোটাগ্রস্ত হয়ে চূর্ণ হয় তার কোপা স্বপ্ন। একদিকে চোট, অপরদিকে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ছাঁয়ায় আড়াল হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার। নেইমার জায়গা না পেলেও বর্ষসেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন এমবাপ্পে।

নান্দনিক ফুটবলে অভ্যস্ত নেইমার অন্যান্য ফুটবলারদের মত সুঠাম দেহের অধিকারী নন। ফলে শারীরিক দৌরাত্ম্যে কুলিয়ে উঠতে না পারায় বারবার তাকে ইনজুরির মুখে পড়তে হয় তাকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

তিন মিলিয়ন ইউরো হাতছাড়া নেইমারের

আপডেট সময় ০২:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
খেলাধূলা ডেস্ক:

টানা দুই বছরের মত এবারও ফিফা বর্ষসেরা ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন না নেইমার। যার ফলে হাতছাড়া করলেন ৩ মিলিয়ন ইউরো। বর্ষসেরা ১০ জন খেলোয়াড়ের তালিকায় থাকতে পারলে চুক্তি অনুসারে পিএসজি থেকে পেতেন ৩ মিলিয়ন ইউরো বোনাস।

বার্সেলোনায় খেলা অবস্থায় ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় জায়গা পেলেও প্যারিসে পাড়ি জমানোর পর থেকে ভাগ্য তার উপর অল্পই সদয় হয়েছে। ইনজুরির ভয়ংকর থাবা তাকে বারবার ছিটকে দিয়েছে মূল দল থেকে। তা না হলে হয়তো সমীকরণে নেইমারের বিচরণ পরিলক্ষিত হত। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে মাত্র ৩৩টি ম্যাচ খেলতে পেরেছেন এই তারকা খেলোয়াড়।

 

গত মৌসুমে পিএসজির হয়ে নিজে ১৫ গোলসহ করিয়েছেন আরো ৮টি গোল। কিন্তু লিগ ওয়ান ছাড়া জিততে পারেরনি অন্য কোনো শিরোপা। মৌসুমের শেষে মেটাটারসালের চোটাগ্রস্ত হয়ে চূর্ণ হয় তার কোপা স্বপ্ন। একদিকে চোট, অপরদিকে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ছাঁয়ায় আড়াল হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার। নেইমার জায়গা না পেলেও বর্ষসেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন এমবাপ্পে।

নান্দনিক ফুটবলে অভ্যস্ত নেইমার অন্যান্য ফুটবলারদের মত সুঠাম দেহের অধিকারী নন। ফলে শারীরিক দৌরাত্ম্যে কুলিয়ে উঠতে না পারায় বারবার তাকে ইনজুরির মুখে পড়তে হয় তাকে।