জাতীয় ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে। মানুষ মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের। জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা আছে, তবে কোনো দ্বন্দ্ব নেই।
জিএম কাদের বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। যে সরকার এতো বড় বাজেট ঘোষণা করতে পারে, সেই সরকারের পক্ষে বন্যার্তদের জন্য দুই-চার হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া কোন ব্যাপর নয়। আমরা সরকারের কাছে দাবি জানাই ত্রাণ নয়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী সমাধান চাই।
তিনি বলেন, ‘আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মানুষ মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আসাফু উদ দৌলা প্রমুখ।