তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী একতা সংগঠনের উদ্যোগে মাদক ইভটিজিং, বাল্যবিবাহ, শিশু ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ র্শীষক সেমিনার শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাতাকান্দি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী একতা সংগঠনের সভাপতি মোঃ লিয়াকত আলী মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ নূর নবী চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসূদন সরকার, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাবিব, সহকারী শিক্ষক শাহজামান শুভ, স্বেচ্ছাসেবী একতা সংগঠনের উপদেষ্টা এহসানুল হক সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি জাকির সওদাগর, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক তৌফিকুল ইসলাম প্রমূখ।
সামাজিক অবক্ষয়রোধ শীর্ষক উক্ত সেমিনারের পূর্বে প্রতিপাদ্য বিষয়ের উপর শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।