ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ফটোস্যুটেই প্রশংসিত আমির-কন্যা

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে আমেরিকান মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির সঙ্গে ডেটিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভাইরাল হয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের মেয়ে ইরা খান। একটি পোস্ট দিয়ে এই যুবকের সঙ্গে তার প্রেমের কথা স্বীকারও করেন আমিরের প্রথম পক্ষের মেয়ে।

এবার ফটোশ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিলেন বলিউড সুপারস্টারের মেয়ে ইরা। এটি তার কেরিয়ারের প্রথম ফটোশ্যুট। যেটার টাইটেল দেয়া হয়েছে ‘হু আর ইউ?’। একই সঙ্গে ইনস্টাগ্রামে একটি নোটও লিখেছেন আমির-কন্যা। সেখানে জানিয়েছেন, ফ্যাশন তার বিচরণের ক্ষেত্র।

 

কেরিয়ারের প্রথম ফটোশ্যুটে ডেনিম শর্টস ও খয়েরি ব্লাউজ পরে পোজ দিয়েছেন ইরা। হাতে ধরে রয়েছেন ব্যাগ। চুল বেনি করে সাজানো। তার সঙ্গে রয়েছেন আরেকজন মডেল।

এমনিতেই ইরার ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা প্রচুর। এখনই প্রায় ৭৭ হাজার ফলোয়ার রয়েছে তার। ফটোশ্যুটে নয়া অবতারে তাকে এভাবে দেখে তাই প্রচুর প্রশংসা করেছেন ভক্তরা। অনেকে আবার প্রশ করেছেন্ন, তবে কি বলিউডে এবার আরেক স্টারকিডের অভিষেকের পালা?

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

প্রথম ফটোস্যুটেই প্রশংসিত আমির-কন্যা

আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে আমেরিকান মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির সঙ্গে ডেটিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভাইরাল হয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের মেয়ে ইরা খান। একটি পোস্ট দিয়ে এই যুবকের সঙ্গে তার প্রেমের কথা স্বীকারও করেন আমিরের প্রথম পক্ষের মেয়ে।

এবার ফটোশ্যুট করে সবাইকে তাক লাগিয়ে দিলেন বলিউড সুপারস্টারের মেয়ে ইরা। এটি তার কেরিয়ারের প্রথম ফটোশ্যুট। যেটার টাইটেল দেয়া হয়েছে ‘হু আর ইউ?’। একই সঙ্গে ইনস্টাগ্রামে একটি নোটও লিখেছেন আমির-কন্যা। সেখানে জানিয়েছেন, ফ্যাশন তার বিচরণের ক্ষেত্র।

 

কেরিয়ারের প্রথম ফটোশ্যুটে ডেনিম শর্টস ও খয়েরি ব্লাউজ পরে পোজ দিয়েছেন ইরা। হাতে ধরে রয়েছেন ব্যাগ। চুল বেনি করে সাজানো। তার সঙ্গে রয়েছেন আরেকজন মডেল।

এমনিতেই ইরার ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা প্রচুর। এখনই প্রায় ৭৭ হাজার ফলোয়ার রয়েছে তার। ফটোশ্যুটে নয়া অবতারে তাকে এভাবে দেখে তাই প্রচুর প্রশংসা করেছেন ভক্তরা। অনেকে আবার প্রশ করেছেন্ন, তবে কি বলিউডে এবার আরেক স্টারকিডের অভিষেকের পালা?