বিনোদন ডেস্ক:
অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন রাখি সাওয়ান্ত। তবে রাখির বিয়েটাও যে নাটকীয় হবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর প্রথমে অস্বীকার করেছিলেন তিনি। জানিয়েছেন তিনি নাকি ভয় পেয়ে গিয়েছিলেন। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, প্রবাসী এক ভারতীয়কে বিয়ে করেছেন তিনি।
সম্প্রতি রাখি জানাল, সত্যিই তিনি বিয়ে করেছেন। তার স্বামীর নাম রীতেশ। তিনি যুক্তরাজ্য প্রবাসী।
তিনি জানান, ‘প্রভু চাওলার সঙ্গে তার সাক্ষাৎকার দেখার পরই প্রেমে পড়ে যাই। হোয়াটসঅ্যাপে তাদের যোগাযোগ। এরপর ফোনে কথা শুরু হয় দুজনের।’
প্রায় বছর দেড়েক আগে থেকেই তাদের বন্ধুত্বের শুরু। আগে রাখী দীপক কলালের সঙ্গে বিয়ের ঘোষণা করেছিলেন। পরে জানাতে পারা গিয়েছে সেটি আসলে সত্যি নয়। বর্তমানে এক এনআরআইকে বিয়ে করেছেন রাখী এমন খবরেই সরগরম সোশ্যাল মিডিয়ায়। পরে দীপক রাখী সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন।