বিনোদন:
উপস্থাপিকা হিসেবেই সবাই চেনেন মারিয়া নূরকে। বিভিন্ন টিভি অনুষ্ঠানসহ বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর চলাকালীন জিটিভিতে অনুষ্ঠিত ক্রিকেট বিষয়ক নানা অনুষ্ঠান উপস্থাপনা করে তিনি দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এর পাশাপাশি তাকে দেখা যায় টিভি নাটক ও বিজ্ঞাপনে। তবে কেরিয়ারে এবার প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূর।
প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে মারিয়া নূর জানান, ‘এর আগে বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব দিয়েছেন অনেকেই। কিন্তু কাজের ইচ্ছা জাগেনি। তবে এই ভিডিওটিতে কাজ করেছি শুধু ইমরানের কারণে। তার গান আমার পছন্দ। তাছাড়া ওর গান, গানের সুরের সঙ্গে ভিডিওগুলো সুন্দর হয়। বিশেষ করে রোমান্টিক গানগুলো বেশি ভালো হয়।’
অন্যদিকে নিজের গানে মারিয়া নূরকে মডেল হিসেবে পেয়ে সম্মানিত গায়ক ইমরান মাহমুদুল। তিনি বলেন, ‘মারিয়া নূরের কাজ আমি নিয়মিতই দেখি। তিনি আমার পছন্দের একজন মানুষ। তাকে নিয়ে কাজ করার ইচ্ছা বহু আগে থেকেই ছিল। মিউজিক ভিডিওতে তিনি সাধারণত কাজ করেন না। তবে আমার প্রস্তাবে কাজটি করেছেন। এটি আমার জন্য সম্মানের।’