জাতীয়:
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ডেঙ্গু সারা দেশে মহামারি আকার ধারণ করেছে। এটা জাতীয় দুর্যোগ। সরকারকে আহ্বান জানাব, এই রোগ নিয়ন্ত্রণে সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা দলের সভাপতি শেখ রবিউল আলম রবি,আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে নোমান বলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি, এটি তাদের মন্ত্রী-সাংসদদের বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকারের প্রতি সব দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।