মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
পরিবেশ রাখি পরিস্কার বদ্ধ করি মশার বিস্তার নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় মশক নিধন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে র্যালি আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ও হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ হলরুমে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) সিআইপি তার বক্তব্যে বলেন, বর্তমান যে তাপমাত্রা সেটা ডেঙ্গু মশা বিস্তারের জন্য উপযুক্ত তাপমাত্রা এজন্য সারা দেশে হঠাৎ করেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকার ডেঙ্গু জর প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। এছাড়া এমপি সেলিমা আহমাদ (মেরী) আরো বলেন, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সকলে মিলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এছাড়া আমাদের বাড়ির সকলকে সচেতন করার পাশাপাশি আশে পাশের ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে হবে। এছাড়া আগামী ঈদুল আযহার কোরবানির যে বর্জ্য সেগুলো দ্রুত অপসারন করার পরামর্শও তিনি দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ,ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানার অফিসার ইনর্চাজ সৈয়দ ফজলে রাব্বি ,উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা মো. সরফরাজ খান, শিক্ষা অফিসার রুহুল আমিন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম শরিফ ,রেহানা মজিদ কলেজের প্রিন্সিপাল মজিবুর রহমান সহ সরকারী কর্মকর্তা ও আওয়ামীগের অঙ্গসংগঠন এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু মশা ও এডিস মশার সচেতনামুলক লিফলেট বিতরন করা হয়।