ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভূস্বর্গ জ্বলছে, বিক্ষোভ ঠেকাতে শতাধিক নেতা গ্রেপ্তার

অন্তর্জাতিক:

রাজ্যের মর্যাদা হ্রাসের প্রতিবাদে কাশ্মীরে ১৪৪ ধারা উপেক্ষা করে অব্যাহত রয়েছে বিক্ষোভ। বিক্ষোভ ঠেকাতে শতাধিক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

 

এদিকে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে কার্গিলের বেশ কিছু এলাকায়ও এ দিন ধর্মঘট পালন করেন স্থানীয়রা। বিক্ষোভের খবর এসেছে আরও কিছু এলাকা থেকে। পুলিশের দেওয়া তথ্য বলছে, অশান্তি ছড়াতে পারেন এমন আশঙ্কায় একশো জনের বেশি কাশ্মীরি নেতা এবং রাজনৈতিক কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন গেস্টহাউসে রাখা হয়েছে। কাশ্মীরের বড় অংশ এখনও যোগাযোগের বাইরে। টেলিফোন কিংবা ইন্টারনেট কোনও কিছুই কাজ করছে না। মাঝেমধ্যে খবর ভেসে এলেও তার সত্যতা নিয়ে নিশ্চিত নন কেউ-ই।

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জম্মু-কাশ্মীর আর রাজ্য থাকবে না। হবে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুইটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের বিধানসভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

ভূস্বর্গ জ্বলছে, বিক্ষোভ ঠেকাতে শতাধিক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
অন্তর্জাতিক:

রাজ্যের মর্যাদা হ্রাসের প্রতিবাদে কাশ্মীরে ১৪৪ ধারা উপেক্ষা করে অব্যাহত রয়েছে বিক্ষোভ। বিক্ষোভ ঠেকাতে শতাধিক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

 

এদিকে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে কার্গিলের বেশ কিছু এলাকায়ও এ দিন ধর্মঘট পালন করেন স্থানীয়রা। বিক্ষোভের খবর এসেছে আরও কিছু এলাকা থেকে। পুলিশের দেওয়া তথ্য বলছে, অশান্তি ছড়াতে পারেন এমন আশঙ্কায় একশো জনের বেশি কাশ্মীরি নেতা এবং রাজনৈতিক কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন গেস্টহাউসে রাখা হয়েছে। কাশ্মীরের বড় অংশ এখনও যোগাযোগের বাইরে। টেলিফোন কিংবা ইন্টারনেট কোনও কিছুই কাজ করছে না। মাঝেমধ্যে খবর ভেসে এলেও তার সত্যতা নিয়ে নিশ্চিত নন কেউ-ই।

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জম্মু-কাশ্মীর আর রাজ্য থাকবে না। হবে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুইটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের বিধানসভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।