অন্তর্জাতিক:
ভারতের কেরালা রাজ্যে বন্যার কারণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কেরালার মুখ্যমন্ত্রী চারটি জেলায় জরুরি অবস্থা জারি করেছেন। কোচি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সদ্য পদত্যাগ করা কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এক টুইট বার্তায় জানান, তিনি কেরালার বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ মোকাবেলায় নিজ দলীয় কর্মীর পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা বলবেন বলে জানান।
গত বছর আগস্ট মাসে কেরালার ইতিহাসে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা হয়েছিল। প্রায় ৪৮৩ জন মানুষ মারা যায় এবং প্রায় সাড়ে সাত লাখ মানুষ গৃহহীন হয়।
বন্যার কারণে কেরালায় নেহেরু নৌকা প্রতিযোগিতা এবং চ্যাম্পিয়নস নৌকা লীগ প্রতিযোগিতা বাতিল করা হয়।
অনেকে গত বছরের সঙ্গে চলতি বছরের বন্যার তুলনা করেছেন।