বিনোদন:
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। এর আগে এই পদে ছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।
এ বিষয়ে রাজ বলেন, ‘আমিও লোক মারফত শুনছি। চূড়ান্ত কিছু জানি না। তবে সরকারের পক্ষ থেকে যদি এই দায়িত্ব আমাকে দেওয়া হয়, তা পালনের সব রকম চেষ্টা করব। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা করব।’
কেআইএফএফ একটি অ্যাডভাইসরি কমিটি গঠন করেছে, যেখানে প্রাক্তন চেয়ারপার্সনদের রাখা হয়েছে। গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ প্রমুখ থাকছেন সেই কমিটিতে। এ ছাড়া মাধবী মুখোপাধ্যায়-সহ আরও কয়েক জন প্রবীণ শিল্পীও থাকছেন কমিটিতে। চলচ্চিত্র উৎসবের যাবতীয় কর্মকাণ্ড সংক্রান্ত পরামর্শ দেবে এই নতুন গঠিত কমিটি।