বিনোদন ডেস্ক:
আশির দশকে নায়ক বুলবুল আহমেদ এবং পরবর্তীতে হেলাল খান দেবদাস চরিত্রে অভিনয় করে রুপালি পর্দায় সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর অনেক বছর আর কোনো দেবদাসকে দেখা যায়নি। ঈদে সেই চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
এই গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এটির চরিত্রের প্রয়োজনে অনেকটা দেবদাসের আদলে গেটআপ নিয়েছেন গায়ক ও মডেল আসিফ আকবর। এমনটাই জানিয়েছেন নির্মাতা। মিউজিক ভিডিওটিতে আসিফের বিপরীতে মডেল হয়েছেন নাফিসা কামাল ঝুমুর।
গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে আসিফ বলেন, ‘এটি প্রেমময় গান। কিছু গান বেঁচে থাকে চিরকাল। এটির ধরন তেমনই। ভিডিওতে শুধু দেবদাসই নয়, একাধিক গেটআপে হাজির হয়েছি। যা আসিফিয়ানদের ভালো লাগবে।’
ঈদুল আজহার বিশেষ আয়োজনে ১০ আগস্ট ‘দেবদাস’ মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি গানটির অডিও শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।