জাতীয় ডেস্ক:
পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ চান মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার বল্লভপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত চাঁন মিয়া ৩০ মামলার আসামি।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলা বল্লভপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চাঁন মিয়া। তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
নিহত চাঁন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৩০টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।