ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
২২ মণ ওজনের বুলেটই বাজারের সেরা। কালো ক্ষিপ্ত ও তেজি স্বভাবের কারণে সবাই নাম দিয়েছে বুলেট। তবে মালিক পক্ষ আদর করে ডাকেন কালা মানিক। গরুর চারপাশে ক্রেতাদের ভিড়।পাশ দিয়ে যাওয়ার সময় একবার হলেও উঁকি দিচ্ছেন হাটে আসা লোকজন।
বেপারী বলছেন, ২২ মণ ওজনের বুলেটই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঈদের বাজারে সেরা গরু। যার দাম হাঁকা হচ্ছে ৬ লাখ টাকা। তবে ৫ লাখ হলে ছেড়ে দিবেন। গরুর পরিচর্যাকারী ফরিদ মিয়া জানান, অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের ওই কালো গরুটির বয়স ৪ বছর। গরুটির মালিক সদর উপজেলার চিনারই গ্রামের রাজ্জাক মিয়া। বুলেটের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে ছোলা বুট, ভুসি ও দেশীয় ফলমূল।
তিনি আরও জানান, এবারই প্রথম গরুটি বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। ক্রেতারা ৪ লাখ টাকা পর্যন্ত দাম করেছেন। তবে গরুটি আরও আগে বাজারে আনা দরকার ছিল। এবারের ঈদের বাজারে বিক্রি না হলে আগামীতে বিক্রি করা হবে।