জাতীয়:
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের সঙ্গে ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের গুলশানের বাসায় এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
আব্দুল মঈন খানের বাসায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে আয়োজন করা হয় নৈশভোজের। এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেন, স্পেন, জাতিসংঘের প্রতিনিধিসহ আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিবারই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু তিনি কারাবন্দী হওয়ার পর দলের নেতারা এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন।
এ সময় আব্দুল মঈন খান ছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী প্রমুখ।