বিনোদন ডেস্ক:
জংলা ছাপের ঘন রঙের পোশাক। সঙ্গে ভারী গয়না। কপালে বড় টিপ। প্রশ্ন, ‘হু আর ইউ?’ এমনই সাহসী ফটোশুটে ইন্টারনেট মাতাচ্ছেন বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খান।
ইরার কাছে ফ্যাশন হল নতুন আবিষ্কারের পথ। তার ফোটোশুট সেই দিশাই দেখায়। এর আগের ফটোশুটে তিনি বেছে নিয়েছিলেন বোহেমিয়ান লুক। কিছুটা গথিক, কিছুটা ভয়ার্ত সেই লুকও জনপ্রিয় হয়েছিল।
বলিউড সুপারস্টার আমির এবং তার সাবেক স্ত্রী রীনার মেয়ে ইরা অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়। এই ফটোশুটের আগেও শিরোনামে এসেছিলেন তিনি। যখন জানিয়েছিলেন তার প্রেম সম্পর্কে। ইনস্টাগ্রামে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি এখন কাউকে ডেট করছেন? উত্তরে তিনি নিজের এবং মিশাল কৃপালনীর ছবি দেন। সেই সঙ্গে ছবিতে ট্যাগও করে দেন মিশালকে।
শোনা গিয়েছিল, তিনি ভবিষ্যতে ছবি পরিচালনায় আসতে চান। তবে তার সাম্প্রতিক ফটোশুট উস্কে দিয়েছে অভিনয়ে আসার সম্ভাবনাও। তবে ইরা নিজে জানিয়েছিলেন তিনি সুরকার ও সঙ্গীত পরিচালক হতে চান।
বহু দিনের প্রেমিকা রীনা দত্তকে আমির বিয়ে করেন ১৯৮৫ সালে। ১৯৯৭ সালে জন্ম ইরার। ছাত্রী হিসেবেও মেধাবী ইরা। মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় পাশ করেন। পশুপ্রেমী ইরা খেলাধূলাতেও আগ্রহী।