আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ পুলিশকর্মী জখম হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে দেশটির উত্তর ফিলাডেলফিয়ায় এ হামলা চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির ভিতর আশ্রয় নিয়েছিলো বন্দুকধারী। পুলিশকে নিশানা করে সেখান থেকে ক্রমাগত গুলি চালিয়েছে সে। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। পরে দীর্ঘ লড়াই শেষে ওই বন্দুকধারীকে কব্জায় আনতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউজের প্রিন্সিপল ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। বন্দুকধারীর সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। শেষ পাওয়া খবরে, গুলির লড়াই চলছে।