ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংগঠনসহ উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে।
স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম, মহিলা আ.লীগ সভাপতি মিসেস হাসু ইসলাম,যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর, পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, জেলা আ.লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া হাসান, ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ সহ জেলার সকল প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী এবং উপজেলার সর্বস্তরের জনগণ।
দিনব্যাপী কর্মসূচি শেষে একটি শোক র্যালী বের হয়ে উপজেলা সদরে প্রদক্ষিন করে। জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।