আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে দেশটির রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে কাজ শেষ গাড়িতে করে বাসায় ফিরছিলেন তারা। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছালে একটি লড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাদের লাশ রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।