আন্তর্জাতিক ডেস্ক:
জুমার নামাজের সময় পাকিস্তানের একটি মসজিদে বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটায় এ ঘটনা ঘটে।
কোয়েটায়ের পুলিশ প্রধান আবদুল রাজ্জাক চামিয়ার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, টাইম বোমার মত একটি বিস্ফোরণ বস্তু মসজিদের ইমামের কাঠের চেয়ারের নিচে লাগানো ছিল।
এদিকে এখনো কোনো গ্রুপ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, গত চার সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো। ২৩ জুলাই কোয়েটার পশ্চিমাঞ্চলীয় বাইপাস এলাকায় বোমা হামলায় অন্তত চার জন নিহত এবং ৩২ জন আহত হয়।