কুমিল্লা বার্তা ডেস্ক:
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪২ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬০০ জন।
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। বেড সংখ্যা সীমিত হওয়া হাসপাতালের মেঝেতে রোগী রাখতে হচ্ছে।