শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার পাশার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা খাইরুল ইসলাম, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক শামীম সরকার, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সম্ভু চরণ বর্মণ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার-পরিজন, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে একটি শোকর্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।