শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজেও সারা দেশের মতো বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে একটি শোকর্যালি বের করে। অধ্যক্ষ সাদেকুল ইসলামের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বজলুর রহমান ও সাখাওয়াত হোসেন।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার-পরিজন, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র প্রভাষক আলহাজ¦ মাওলানা আব্দুল হাফিজ।
সিনিয়র প্রভাষক ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ডা: আব্দুস সালাম, সহকারী অধ্যাপক খোরশেদ আলম সরকার, আব্দুস ছামাদ, পারভীন সুরাইয়া আক্তার, বেগম মাশহুদা, সাত্তার মিয়া, সিনিয়র প্রভাষক সায়মা আক্তার, তকদিরুল ইসলাম, দীন দয়াল পাল, মনিরুল হক, ইসহাক মিয়া, নাছের জামাল, হালিমা আখতার, আবু সাঈদ সরকার, জসিম উদ্দিন, শফিকুর রহমান, মোহাম্মদ শাহনূর, জান্নাতুল ফেরদাউস জেবু, মিজানুর রহমান, প্রভাষক তরিক উল্লাহ, এএইচএম বশিরুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ জনি, এনামুল হক, শরিফুজ্জামান মৃধা, মিতু পাল, হুমায়রা আহমেদ, শারীরিক শিক্ষক রেজাউল করিম, প্রদর্শক সোহেল রানা, মোজাম্মেল হক মোল্লা, গ্রন্থাগারিক সামসুল হক প্রমুখ।
আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র আব্দুর রহমান ও গীতা পাঠ করেন সিনিয়র প্রভাষক রেখা রানী মোড়ল।