ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবার মিতুকে গান উৎসর্গ করলেন আসিফ

বিনোদন ডেস্ক:

২০০৪ সালে প্রকাশিত হয় আসিফ আকবরের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’। এই অ্যালবামটি আসিফের স্ত্রী সালমা মিতুর কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ তাকেই উৎসর্গ করে গাওয়া হয়েছিল অ্যালবামের ৪ নম্বর ট্র্যাক ‘কোন একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে’।

 

‘শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য/তোমার কাছে রোজই ছুটে আসি/আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/কেউ না জানুক তোমায় ভালোবাসি’ এমন কথায় স্ত্রীকে নিজের না বলা কথা জানিয়েছেন আসিফ আকবর।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে ও ভালোভাবে গুছিয়ে রেখেছে। শুধু ভালোবাসি বললে ওর জন্যে কম হয়ে যায়। ভালোবাসার থেকে বড় কোনও শব্দ যদি থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।

সালমা আসিফ মিতু বলেন, আসিফ কিছুটা পাগলাটে টাইপ। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব মুগ্ধ করার মতো। আমায় বার বার মুগ্ধ করে। ওর গানগুলো আমার প্রিয়। তবে যে গানটা আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি বেশি মুগ্ধতা আছে। আমরা খুব ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

আবার মিতুকে গান উৎসর্গ করলেন আসিফ

আপডেট সময় ০২:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
বিনোদন ডেস্ক:

২০০৪ সালে প্রকাশিত হয় আসিফ আকবরের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’। এই অ্যালবামটি আসিফের স্ত্রী সালমা মিতুর কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ তাকেই উৎসর্গ করে গাওয়া হয়েছিল অ্যালবামের ৪ নম্বর ট্র্যাক ‘কোন একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে’।

 

‘শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য/তোমার কাছে রোজই ছুটে আসি/আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/কেউ না জানুক তোমায় ভালোবাসি’ এমন কথায় স্ত্রীকে নিজের না বলা কথা জানিয়েছেন আসিফ আকবর।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে ও ভালোভাবে গুছিয়ে রেখেছে। শুধু ভালোবাসি বললে ওর জন্যে কম হয়ে যায়। ভালোবাসার থেকে বড় কোনও শব্দ যদি থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।

সালমা আসিফ মিতু বলেন, আসিফ কিছুটা পাগলাটে টাইপ। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব মুগ্ধ করার মতো। আমায় বার বার মুগ্ধ করে। ওর গানগুলো আমার প্রিয়। তবে যে গানটা আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি বেশি মুগ্ধতা আছে। আমরা খুব ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই।