আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের প্রাক্তন রাষ্ট্রপতি ওমর আল-বশির সৌদি আরবের থেকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।সোমবার দুর্নীতির অভিযোগে তাকে আদালতে উপস্থিত করার পর একজন গোয়েন্দা কর্মকর্তা সুদানের একটি আদালতকে এ কথা জানান। তবে বশিরের আইনজীবীরা বলছেন এসব ভিত্তিহীন। বিবিসি।
জুনে প্রসিকিউটররা বলেছিলেন যে তাঁর বাড়িতে শস্যের বস্তার মধ্যে প্রচুর বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়া গেছে। কয়েক মাস বিক্ষোভের পরে এপ্রিলে বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এতে তার প্রায় ৩০ বছরের ক্ষমতার অবসান ঘটে।
রবিবার গণতন্ত্রপন্থী নেতাকর্মী এবং বশিরকে অপসারণকারী দেশটির সামরিক নেতারা নির্বাচনের পথ সুগম করার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বশিরের বিরুদ্ধে “বৈদেশিক মুদ্রা রাখার, দুর্নীতি করা এবং অবৈধভাবে উপহার গ্রহণ” সম্পর্কিত অভিযোগ আনা হয়েছে।
এপ্রিলে সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছিলেন, বশিরের বাড়ি থেকে ১১৩ মিলিয়ন ডলারের (৯৯ মিলিয়ন ইউরো) সমপরিমান বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।