খেলাধূলা ডেস্ক:
উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে সবধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করেছ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেহজাদের উপর এর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সংস্থাটি। সেই নিষেধাজ্ঞার মেয়াদ এবার নির্ধারণ করা হলো।
বোর্ডের অনুমতি ছাড়াই সম্প্রতি পাকিস্তানের পেশোয়ার সফর করেন শেহজাদ। সেখানে তাকে ক্রিকেট অনুশীলন করতেও দেখা যায়। এসিবির বিবৃতিতে বলা হয়, দেশের মধ্যেই এসিবির যথেষ্ট পরিমান অনুশীলনের সুযোগ আছে। এই কাজের জন্য আফগানদের বাইরের দেশে যাওয়ার দরকার নাই।
শেহজাদ তার প্রথম জীবন কাটান পেশোয়ারের শরণার্থী ক্যাম্পে। তার পিতৃপুরুষ আফগানিস্তানের নানগরহরের বাসিন্দা। আফগান দলের অন্য ক্রিকেটারদের মতোই পাকিস্তান সীমান্তে শরণার্থী ক্যাম্পে বেড়ে ওঠেন শেহজাদ। তিনি বিয়েও করেন পেশোয়ারে। একই কারণে গত বছরও তাকে জরিমানা করে চুক্তি বাতিলের হুমকি দেয় এসিবি।
ইংল্যান্ড বিশ্বকাপে হাঁটুর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন শেহজাদ। তবে শেহজাদ দাবি করেন শারিরীকভাবে ফিট থাকার পরও জোর করে অবৈধভাবে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।