খেলাধূলা ডেস্ক:
টাইগারদের নতুন কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় এসেছেন গতকাল (মঙ্গলবার) বিকালে। বাংলাদেশে এসে দেরি না করে বুধবার সকালেই তিনি হাজির হন মিরপুরে। সেখানে পৌঁছেই খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প পর্যবেক্ষণ করেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেন।
বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা দেখে মুগ্ধ রাসেল ডমিঙ্গো। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে ঢাকায় এসেছিলেন ডমিঙ্গো। তখন থেকেই তিনি বাংলাদেশের ক্রিকেটের ক্রেজ সম্পর্কে জানেন।
রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘২০০৪ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের কোচ হয়ে ঢাকায় এসেছিলাম। তখনই এদেশে ক্রিকেটের কদর সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তাছাড়া গতকাল বিমানবন্দরে নেমে এত এত ক্যামেরার ফ্ল্যাশ, আজ সংবাদ সম্মেলনে প্রায় শতাধিক সাংবাদিক দেখেই বোঝা যায় এখানে ক্রিকেটের আবেদন অনেক বেশি।’
গত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম বাংলাদেশ সপ্তম হয়েছে। যাই হোক, সাত বা আটের মধ্যে তেমন পার্থক্য নেই। বিশ্বকাপে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। বিশ্বকাপে এই দলের অনেক ইতিবাচক দিক আমি লক্ষ্য করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে অবস্থান আরও ভাল হতো।’
গতকালই রাসেল ডমিঙ্গোর আগে ঢাকায় পৌঁছান বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। বুধবার তিনিও হাজির ছিলেন সংবাদ সম্মেলনে।