মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য ও কুমিল্লা (উ:) জেলা আওয়ামীগের সহ সভাপতি সেলিমা আহমাদ মেরী বলেছেন, একুশে আগস্ট হত্যাকাণ্ডের যেমন বিচার হয়েছে, ঠিক তেমনই এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি হতে হবে।
বুধবার সকালে কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামীলীগের দলের প্রধান কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমপি সেলিমা আহমাদ মেরী এ কথা বলেন।
তিনি আরো বলেন,২০০৪ সালের একুশে আগস্ট আজকের এই দিনে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে সন্ত্রাসীদের দিয়ে রক্তস্রোত বয়ে দিয়েছিল বিএনপি-জামায়াত। তারা ১৫ আগস্ট ২১ আগস্টে রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে যেটা তৈরি করেছে, তা ভুলে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না।
হোমনা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহাফিলে কুমিল্লা (উ:) জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহাসীন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন মোল্লা, পৌর সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম ভূঁইয়া, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।