খেলাধূলা:
অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে অলআউট হলো। অ্যাশেজে ১৯৪৮ সালের পর এত কম রানে আউট হলো ইংলিশরা। ৭১ বছর আগে দ্য ওভালে ৫২ রানে অলআউট হয়েছিল অজিরা। তারপর এবার ইংলিশরা এত কম রানে অলআউট হলো। অ্যাশেজে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার। ১৯০২ সালে বার্মিংহামে তারা ৩৬ রানে অলআউট হয়েছিল।
শুক্রবার সকালে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম সেশনে তারা ৬ উইকেটে ৫৪ রান। লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্রুতই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। ১২ রান করে আউট হন জো ডেনলি।
অজি পেসার জস হ্যাজলেউড ৩০ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন। আরেক পেসার প্যাট কামিন্স নিয়েছেন ৩টি উইকেট। অন্য পেসার জেমস প্যাটিনসনের দখলে রয়েছে ২টি উইকেট। প্রথম ইনিংস শেষে ১১২ রানের লিডে থাকে অস্ট্রেলিয়া। সিরিজে অজিরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।