বিনোদন ডেস্ক:
পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় শত্রুর নাম ছিল ওসামা বিন লাদেন। তার ভয়ে ভীত থাকতো যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ। তাকে হত্যার জন্য এমন কোনো পরিকল্পনা নেই যা মার্কিন যুক্তরাষ্ট্র করেনি। সেই বিন লাদেনের ভাইঝি মাতাচ্ছেন মার্কিন মুলুক। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মডেলদের একজন বিন লাদেনের ভাইঝি ওয়াফা দুফোর।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে থাকা বিন লাদেনকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। মৃত্যুর আগে ও পরে বিন লাদেনের পরিবার সম্পর্কে জানা গেছে অনেক তথ্য। বিশ্বজুড়ে তার ভাইপো-ভাইঝির সংখ্যা চার শতাধিক। এছাড়া বিন লাদেনের স্ত্রী ও সন্তানের সংখ্যাও একাধিক।