বিনোদন ডেস্ক:
এখনকার দিনে একই পেশার জগতে থাকা মানুষজন হামেসাই বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। কিন্তু এবার আর নায়ক-নায়িকাদের চারহাত এক হওয়া হল না।
সুপারহিট অর্জুন রেড্ডি ছবিতে অভিনয় করা অভিনেত্রী অনিশা আল্লা রেড্ডি। এই অর্জুন রেড্ডি কবীর সিং ছবির মূল তেলেগু ছবি ছিল। তিনি বাগদানের পরেই আর এগোতে চাইলেন না।
কলিউডের অভিনেতা বিশাল একেবারে ফিল্মি কায়দাতেই বন্ধু ও আত্মীয়দের নিয়ে মার্চে সেরে নিয়েছিলেন বাগদান। এরপর তারা নিজেদের মধ্যে মতানৈক্যের জন্য বাগদানের ছয় মাসের মধ্যেই ব্রেক আপের সিদ্ধান্ত নেন। এই বছরের শেষের দিকে তাদের বিয়ের দিন স্থির হয়েছিল। কিন্তু বিয়েটা আর হচ্ছে না এই জল্পনা যখন চরমে তখন তাতে আরও ঘি ঢালে অনীশার একটি কাজ।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তার ও বিশালের সব ছবি ডিলিট করে দেন অনীশা। দারুণ সেলিব্রেশনের মাধ্যমে হয়েছিল কিন্তু ব্রেকআপে সিলমোহর দিতে সোশ্যাল মিডিয়ায় নায়িকার কার্যকলাপই শেষ কথা বলছে।