হোমান (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল (২৯) উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এবং উপজেলার দৌলতপুর গ্রামের কালা মিয়ার ছেলে।
শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ ও ভিকটিম সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী দুলালপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী থাকাকালে ২০১৭ সালের ২০ আগস্ট শিক্ষক সোহেল তাকে ছুটির পর দেখা করে যেতে বলে। পরে দেখা করতে গেলে তাকে স্কুলের একটি কক্ষে গিয়ে বসতে বলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। কিন্তু পরে বিয়ে না করে ছাত্রীকে ধর্ষণের কথা প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখিয়ে একই গ্রামের আলম নামে তার এক বন্ধুর সঙ্গে বিয়ে দেয় এবং কৌশলে চলতি বছরের ২০ জুলাই আবারও ধর্ষণ করে।
পরবর্তীতে সোহেল ঐ ছাত্রীর ব্যবহূত ইমো নম্বরে মেসেজ পাঠালে তা নিয়ে স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এ ঘটনায় সে তার স্বামীকে ডিভোর্স দেয় এবং ধর্ষক সোহেলের বিরুদ্ধে হোমনা থানায় গত ২২ আগস্ট মামলা করে।
হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, ধর্ষণের ঘটনায় মামলায় হয়েছে। আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।