ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনার কাছে পাত্তাই পেল না বেতিস

খেলাধূলা ডেস্ক:

ফ্রান্স ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যানের জোড়া গোলে ঘরের মাঠে রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রবিবার রাতে মেসি, সোয়ারেজ বিহীন লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

গ্রিজমাননের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন, আর্তুরো ভিদাল, জর্দি আলবা ও কার্লেস পেরেস।​ আর রিয়াল বেতিসের হয়ে একটি করে গোল করেছেন নাবিল ফেকির ও লরিয়েন মরোন।​

ঘরের মাঠে শুরু থেকে বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। স্বাগতিকদের সুযোগ হারানোর মধ্যে খেলার ধারার বিপরীতে ১৫তম মিনিটে এগিয়ে যায় বেতিস। কোনাকুনি শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন নাবিল ফেকির।

একের পর এক আক্রমণ করা বার্সেলোনা ৪১তম মিনিটে সমতায় ফেরে দলের হয়ে গ্রিজমানের প্রথম গোলে। সের্হি রবের্তোর উঁচু করে বাড়ানো বল দৌড়ে গিয়ে স্লাইড করে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।

বিরতির পর ১০ মিনিটের মধ্যে তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বার্সেলোনা। ৫০তম মিনিটে রবের্তোর কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন গ্রিজম্যান। শুরু থেকে নজর কাড়া ফুটবল খেলা পেরেস ৫৬তম মিনিটে প্লেসিং শটে ব্যবধান বাড়ান। আর সের্হিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা।

বদলি নামার কিছুক্ষণ পর ব্যবধান ৫-১ করে ফেলেন ভিদাল। গ্রিজম্যানের দারুণ পাসে বাকিটা সারেন চিলির এই মিডফিল্ডার। তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান কমান লোরেন। ফলে ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

বার্সেলোনার কাছে পাত্তাই পেল না বেতিস

আপডেট সময় ০২:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
খেলাধূলা ডেস্ক:

ফ্রান্স ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যানের জোড়া গোলে ঘরের মাঠে রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রবিবার রাতে মেসি, সোয়ারেজ বিহীন লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

গ্রিজমাননের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন, আর্তুরো ভিদাল, জর্দি আলবা ও কার্লেস পেরেস।​ আর রিয়াল বেতিসের হয়ে একটি করে গোল করেছেন নাবিল ফেকির ও লরিয়েন মরোন।​

ঘরের মাঠে শুরু থেকে বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। স্বাগতিকদের সুযোগ হারানোর মধ্যে খেলার ধারার বিপরীতে ১৫তম মিনিটে এগিয়ে যায় বেতিস। কোনাকুনি শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন নাবিল ফেকির।

একের পর এক আক্রমণ করা বার্সেলোনা ৪১তম মিনিটে সমতায় ফেরে দলের হয়ে গ্রিজমানের প্রথম গোলে। সের্হি রবের্তোর উঁচু করে বাড়ানো বল দৌড়ে গিয়ে স্লাইড করে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।

বিরতির পর ১০ মিনিটের মধ্যে তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বার্সেলোনা। ৫০তম মিনিটে রবের্তোর কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন গ্রিজম্যান। শুরু থেকে নজর কাড়া ফুটবল খেলা পেরেস ৫৬তম মিনিটে প্লেসিং শটে ব্যবধান বাড়ান। আর সের্হিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা।

বদলি নামার কিছুক্ষণ পর ব্যবধান ৫-১ করে ফেলেন ভিদাল। গ্রিজম্যানের দারুণ পাসে বাকিটা সারেন চিলির এই মিডফিল্ডার। তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান কমান লোরেন। ফলে ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।