শামীম আহাম্মদ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের গণিপুর গ্রামের আবু ছালাম মিয়ার ছেলে সেলুন কর্মচারী সুমন মিয়ার উপর অতর্কিত হামলার ঘটনায় মামলা হয়েছে। সুমনের মা রহিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে বাঙ্গরা বাজার থানায় ১১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা আনুমানিক ৭টায় আকুবপুর ও হায়দরাবাদ গ্রামেবাসীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর সুমন মিয়া আন্দিকুট বাজারের রুবেল মিয়ার দোকান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ব্রীজের উপর পৌছঁলে পথরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। তখন সে গুরতর আহত হলে হামলা কারীরা তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তার শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনায় আকুবপুর গ্রামের নামধারী মজিবুর রহমান মেম্বার, মেহেদী হাসান, সুমন মিয়া, খোরশিদ আলম, দেলোয়ার হোসেন, আনু মিয়া, ফজলুল হক, আনোয়ার হোসেন, ইয়ার হোসেন, শহিদুল ইসলাম, আবু মুছা ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আহত সুমন মিয়ার মা রহিমা বেগম সাংবাদিকদের জানান, তার ছেলে বাড়িতে থাকে না, ঢাকার একটি সেলুনে কর্মচারীর কাজ করে। ঈদের ছুটিতে বেড়ানোর জন্য বাড়িতে এসেছিল। বর্তমানে তার অবস্থা খুব খারাপ। সে মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা শিকার করে সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি সত্য বলে প্রমাণীত হওয়ায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।