খেলাধূলা ডেস্ক:
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ ইমার্জিং দল। চার দিনের এ ম্যাচে প্রথম ইনিংসে নামজুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ করে ৩৬০ । জবাবে নাঈম হাসানের ঘূর্ণিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ১০১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। ফলে দ্বিতীয় দিন শেষে ২৫৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
শেষ পর্যন্ত বাংলাদেশ ১৩৫.৪ ওভারে ৩৬০ করে অলআউট হয়।লঙ্কান বোলারদের মধ্যে রমেশ মেন্ডিস ৪টি উইকেট পান। এছাড়া আসিথা ফার্নান্দো ও কালানা পেরেরা দুটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে নাকাল হন। দলীয় ৫৯ রানে ৪ উইকেট হারায় তারা। আর এই সবকটি উইকেটই নেন ডানহাতি এই তারকা নাঈম। দিন শেষে ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। পঞ্চম উইকেট জুটিতে ৪২ রান করে অপরাজিত থেকে বিপর্যয় সামাল দেন প্রোমোড মদুওয়ান্থা (২১) ও আশেন বান্দ্রা (২৩)।
১৬ ওভার বল করে ৭ মেডেনসহ ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন নাঈম।